ডায়াবেটিসের লক্ষন

ডায়াবেটিসের লক্ষন – বারবার প্রসাব হলেই কি বুঝবো আমার ডায়াবেটিস হয়েছে না অন্য কোনো লক্ষণ

বারবার প্রসাব হলেই কি বুঝবো আমার ডায়াবেটিস হয়েছে না অন্য কোনো লক্ষন

বারবার প্রসাব হলেই কি বুঝবো আমার ডায়াবেটিস হয়েছে না অন্য কোনো লক্ষন

আমরা ইতিপূর্বে ডায়াবেটিস কি, তা নিয়ে আলোচনা করেছি। এবার আসুন জেনে নেই ডায়াবেটিসের লক্ষন গুলো কি কি।  ডায়াবেটিসের উপসর্গ বিভিন্ন ভাবে দেখা যেতে পারে আবার কোনো উপসর্গ ছাড়াই ডায়াবেটিস ধরা পরতে পারে। এ জন্য ডায়াবেটিসকে বলা হয় সাইলেন্ট কিলার। যখন ধরা পড়ে ততক্ষনে যেইটুকো ক্ষতি করার তা করে ফেলে।

প্রসাবের বেগ বার বার আসা এবং হওয়া

অনেককেই বলতে শোনা যায় বার বার প্রসাব হয়। এটি একটি অন্যতম প্রধান লক্ষণ।

ডায়াবেটিস এর বাংলা হলো বহুমূত্র তবে সেটা পানি বেশি পান করার কারনেও হতে পারে। বার বার প্রসাবের বেগ পাওয়ার কারনে পানির তেষ্টাও বেড়ে যায় এবং যার ফলে অনেক বেশী পিপাসা লাগে।

ওজন কমতে থাকা

ডায়াবেটিস রুগীদের অনেককেই ওজন কমে শুকিয়ে যেতে দেখা যায়। ডায়াবেটিসের যত গুলী লক্ষন রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে মাত্রাতিরিক্ত ওজন কমে যাওয়া।

যখনই আপনার শরীরে ওজন মাত্রাতিরিক্ত হ্রাস পাবে অবশ্যই ডায়াবেটিস হয়েছে কিনা জেনে নিন।

ক্ষুধার পরিমান বেড়ে যাওয়া

ডায়াবেটিসের লক্ষন হিসাবে অন্যতম বার বার ক্ষুধা লাগে এবং খাবার প্রতি চাহিদা বাড়ে। আমাদের দেহে শর্করার প্রয়োজন হয় শক্তি জোগাতে।

ডায়াবেটিস হলে শরীর শর্করা ধরে রাখতে পারে না। এর ফলে শর্করার চাহিদা মিটানোর জন্য বার বার ক্ষুধা লাগে।

বেশি বেশি পিপাসা লাগা

গলা শুকিয়ে থাকে ও পানির পিপাসা লাগে

শারীরিক ভাবে দুর্বল হয়ে যাওয়া

ইনসুলিনের সমস্যার কারণে দুর্বল হয়ে পরে। শর্করার সামঞ্জস্য বজায় থাকে না বিধায় শরীর ক্লান্ত ও অবসাদগ্রস্ত, ও দুর্বল হয়ে পড়ে।

ক্ষত স্থান সহজে না শুকানো

কেটে যাওয়া বা পুড়ে যাওয়া ক্ষত জায়গা খুব সহজে না শুকানো।

মূত্রনালিতে ইনফেকশন হওয়ার সংখ্যা বেড়ে যাওয়া

ডায়াবেটিসের লক্ষন হিসাবে ফোঁটায় ফোঁটায় প্রসাব পরা, প্রসাবে জ্বালাতন করা সহ ইনফেকশন দেখা যেতে পারে।

চামড়া জনিত রোগ (চুলকানি) বৃদ্ধি পাওয়া

এলার্জি, খোস পাঁচড়া, ফোঁড়া সহ চর্মরোগ দেখা যায়। অতিরিক্ত ঘাম ও প্রসাবের ফলে শরীরে পানির পরিমাণ কমে যায়, যার কারনে শরীর শুষ্ক হয়ে পড়ে। তখন এই শুষ্ক ত্বকে নানা ধরনের চামড়া জনির রোগ বাসা বাধে।

চোখের নানবিধ সমস্যা

চোখে কম দেখা বা ছানি পরাসহ অন্যান্য সমস্যা হতে পারে। তাছাড়া চোখের আকারের পরিবর্তনও হতে পারে।

চিনি বা মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া

ডায়াবেটিসের লক্ষনের মধ্যে সব থেকে আমাদের পরিচিত লক্ষন এটি।

উপরোক্ত কারণগুলি থাকলে ধারণা পাওয়া যাবে ডায়াবেটিস এর সম্ভাবনা আছে কিনা তবে লক্ষণ ছাড়াও ডায়াবেটিস হতে পারে, তাই ডায়াবেটিস পরীক্ষা করুণ। এক ফোঁটা রক্তই দিতে পারে আপনাকে সারা জীবনের হাঁসি।