About us

আমাদের সম্পর্কে healthdaily24.com

আমাদের সম্পর্কে healthdaily24.com

আমাদের সম্পর্কে healthdaily24.com

চিকিৎসার চেয়ে প্রতিরোধ ভালো। আর প্রতিরোধ করাতে গেলে রোগ সম্পর্কে ভালো ভাবে জানতে হয়। রোগ সম্পর্কে না জানলে সঠিক ভাবে প্রতিরোধ করা যায় না তাই  রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই healthdaily24.com এর  লক্ষ। আমাদের দৃষ্টি ভালো থাকার দিকে, আপনাকে ভালো রাখার দিকে।

সংক্রামক ও অসংক্রামক রোগ এবং প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা। যেমন বর্তমান সময়ে ডায়াবেটিস মহামারী আকার ধারণ করেছে, ডায়াবেটিস থেকে হৃদরোগ, স্টোক, কিডনি বিকল হয়ে যাওয়া, অন্ধত্ব, পায়ে পচনশীল ক্ষত মত জটিল রোগগুলী সৃষ্টি হচ্ছে, এমনকি গর্ভবতী মায়েদের গর্ভকালীন ডায়াবেটিস হয়ে মা ও শিশুর উপর প্রভাব পরছে। যেমন গর্ভপাত, রক্তশূন্যতা, উচ্চ রক্তচাপ জনিত জতিলতা, কম ওজনের শিশু, বেশি ওজনের শিশু, বিকালঙ্গ শিশু জন্ম ইত্যাদি।

আর এই সমস্যাগুলো সম্পর্কে জেনে সচেতনতা বৃদ্ধি করে, সঠিক নিউট্রিশন এবং মানুষকে সুশৃখল জীবন যাত্রার নিয়ে আসতে পারলে ডায়াবেটিসসহ জটিল রোগগুলি অনেকংশে কমিয়ে আনা সম্ভব।

ভালো স্বাস্থ্য এবং সুস্থতা হচ্ছে ইউনাইটেড ন্যাশন ডেভলপমেন্ট প্রোগ্রাম এর ৩য় সাস্টেইনাবল ডেভলপমেন্ট গোল। ভালো স্বাস্থ্য ও সুস্থতা পেতে এবং মানুষের জ্ঞানের পরিধিকে বাড়িতে তোলার লক্ষে আমাদের এই প্রয়াস। healthdaily24.com সাইটের এর মাধ্যমে যদি কারো কোনো উপকার হয় সেখানেই আমাদের স্বার্থকতা।

জানতে হবে, মানতে হবে, সকল রোগকে দূরে রাখতে হবে!